Infinix Hot 9 Play -
বাজারে এখন বিভিন্ন রকমের ফোন পাওয়া যায় যার বেশির ভাগই আমার মতো গরিবের জন্য কেনা অনেক কষ্টের একটা ব্যাপার। আমরা সবসময় এমন কিছু চাই যেটা দামে কম আর জাজেও ভালো হবে, তাদের জন্যই Infinix নিয়ে এসেছে তাদের নতুন Mobile Infinix Hot 9 Play. কম বাজেটে ভালো কিছু চাইলে আপনারা Infinix Hot 9 play নিতে পারেন। এতে পাচ্ছেন 2/32 GB and 4/64 GB variant.
বাজারে এখন বিভিন্ন রকমের ফোন পাওয়া যায় যার বেশির ভাগই আমার মতো গরিবের জন্য কেনা অনেক কষ্টের একটা ব্যাপার। আমরা সবসময় এমন কিছু চাই যেটা দামে কম আর জাজেও ভালো হবে, তাদের জন্যই Infinix নিয়ে এসেছে তাদের নতুন Mobile Infinix Hot 9 Play. কম বাজেটে ভালো কিছু চাইলে আপনারা Infinix Hot 9 play নিতে পারেন। এতে পাচ্ছেন 2/32 GB and 4/64 GB variant.
![]() |
Infinix Hot 9 Play Specifications |
Build Quality
Solid Plastic Build এর সাথে 6000 Mah এর Battery Combination বেশ দারুন। পুরো ফোন এর ওজন 210 Gm. ওজনে অনেকটাই বেশি Infinix Hot 9 play. পিছনের Camera Setup অনেক ভালো লেগেছে। Infinix এই Camera Setup এর নাম দিয়েছে Qnique Gem Cut Texture Design. Infinix Hot 9 Play পাবেন 4 টা Color এ। Quetzal Cyan, Midnight Black, Violet, and Ocean Black.
Fingerprint Sendor একটু উপরে রয়েছে যার ফলে একটু সমস্যা হবে। আরেকটু নিচে হলে ভালো হতো। বামপাশে আছে Tripple Card Slot. যাতে দুটি Sim এর পাশাপাশি একটি Memory Card ব্যবহার করা যাবে। নিচে রয়েছে Microphone, Usb Charging Port and 3.5 mm Headphone Jack. উপরে রয়েছে speaker grill and Notch
![]() |
Infinix Hot 9 Play Specifications |
Display Specifications
Infinix Hot 9 play এর Display কে বেশি ভালো বলব না। তার কারণ এর Chin and Bazzel অনেকটাই জায়গা নিয়ে আছে ফোনের।যাইহোক Display Quality Average Silo. Touch Response অতটাও ভালো না। মুভি দেখে বেশ মজা পাওয়া যাবে Big Battery and Big Screen যেহেতু। Infinix Hot 9 play দিচ্ছে V Notch Display। Display Size 6.82 Inch Ips Display Pannel. যার Resolation HD+ 1640*720p.
![]() |
Infinix Hot 9 Play Display Spaces |
Performance
শুরু করব Hot 9 Play এর Gaming নিয়ে। infinix Hot 9 play তে দেওয়া হয়েছে Helio A25 যা একটি Octa Core Processor. যার চারটি Core 1.8 Ghz এর এবং অন্য চারটি Core হচ্ছে 1.5 Ghz এর। Anti level Budget Chipset তাই Performance টাও সেই level এর।.
6000 Mah Battery হওযায় Backup নিয়ে কোনো চিন্তা করতে হবে না। Hot 9 play তে বেশ ভালোই Game খেলা যায়। PUBG ও ভালোই খেলা যায়। তবে হালকা Frame drop দেখা যায় যেটা বাজেট হিসেবে চিন্তা করলে কোনো সমস্যাই না। আর Free Fire বেশ Smooth খেলা যায়। কোনো সমস্যা দেখা যায়নি দীর্ঘ সময় ধরে। 4.64 Gb Verson এর ফোনটার Multi tasking এর একটু সমস্যা হবে। একসাথে 7/8 এা apps open করে চালালে হ Refresh নিচ্ছিল।
Also Read: Realme X3 Features, Price & Specifications
Fingerprint Sensor বেশি Fast Na তবে চলার মতো। এই বাজেটে এতটা আশা করা যায় না যদিও তারপরেও আরেকটু ভালো করা দরকার ছিল। এছাড়াও রয়েছে Software Based Face Unlock System.
6000 Mah এর ব্যাটারি দিয়ে বেশ ভালোই Backup পাবেব।অনায়াসেই 2 দিন Backup পেয়ে যাবেন। Infinix Hot 9 play এর Battery নিয়ে আমি বেশ Satisfied. Internet Browseing and Game খেললেও 1 দিন চলে যাবে।
এছাডা এতে রয়েছে Bts, Game Mode, social Media Mode, Dark Mode, and Smart Panel. Infinix Hot 9 Play তে run করছে Android 10.
Camera Quality
Tripple Flash and Dual Camera Setup রয়েছে Infinix Hot 9 Play Phone. বেশ ভালো Main Sensor হিসেবে থাকছে 13 Megapixels and Secondary Ai Camera.ছবির Quality যথারিতি ভালোই। বেশ ভালোই Picture Capture করা যাচ্ছিল। তবে Indoor Light এ ভালো ছবির আশা করা যায় না। অনেকটাই Noise ছিল ছবিতে।
তবে Front Camera নিয়ে তেমন কোনো সমস্যা নেই। Indoor Outdoor এ বেশ ভালো ছবি পাচ্ছিলাম। Front Camera হিসেবে থাকছে 8 Megapixels Shooter. যার Sharpbess and Color Combination অনেক ভালো। এছাড়া Video করতে পারবেন 1080p 30Fbs এ।
Conclusions
অবশেষে এটাই বলব 10 হাজার টাকার বাজেটে অনেকেই ভালো Camera, Big Battery আলা ফোন চায় তাদের জন্যই Infinix Hot 9 play। এই বাজেটে আরো ফোন আছে কিন্তু 4.64 GB Varint 10000 টাকায় শুধু Infinix দিচ্ছে । এর 3/32 GB Variant এর দাম 8000 টাকা। If You Enjoy This Review Article Then Share it and Also Visit Our Another Article.
0 Comments