Realme 6 review
Finnaly Bangladesh এ চলে এসেছে Realme 6. Realme 6 পাওয়া যাবে দুটি Color এ Comet Blue and Comet White. শুধুমাত্র 8/128 GB Variant পাওয়া যাবে Bangladesh এ। 8/12 মানে বুঝতেই পারছেন Gaming নিয়ে কোনো চিন্তাই করা লাগবে না। অনায়াশে করতে পারবেন Multi Tasking.![]() |
Realme 6 Full Phone Specifications |
Build Quality
Realme 6 পাবেন Plastic Build Body. Realme এর Disign নিয়ে কোনো Complain করতে পারবেন না। Plastic Build আর Color Combination অসাধারণ বলায় যায়। Realme 6 এর ওজন 191Gm. যেটা একটু বেশি হলেও তেমন সমস্যা হবে না। Tripple Card Slot রয়েছে , যেখানে 2 টি Sim এর পাশাপাশি একটি Memory Card Use করতে পারবেন।Fingerprint Sensor Power Button এর মধ্যে Mount করা। Fingerprint Sensor টা মন জয় করার মতো। Position ঠিকঠাক ছিল। খুব ভালোভাবে Touch করা যাচ্ছিল। Fingerprint Sensor টাও বেশ Fast. আশা করি কেও Complain করতে পারবে না।
Realme 6 এর Sound Quality বেশ Loud ছিল। কথার বলার সময় কোনো Sound নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না । এছাড়াও 3.5mm Headphone Jack এর Sound ছিল মন জয় করার মতো।
![]() |
Realme 6 Full Phone Specifications |
Display Quality
Realme 6 এর Display Section এ পাবেন 6.5 inches এর IPs Pannel. Full Hd+ Punch Hole Display, 90 Hz Refresh Rate. Corning Gorilla Glass 3 Protected. Resolution 2400*1080p.
Display Color এর একটু ভালো হতে পারত। তাহলে আরো ভালো Video Experience পাওয়া যেতো। এটা তেমন সমস্যা না। সমস্যা পড়তে হবে Sunlight এ। Sunlight এ Display ভালোভাবে বোঝা যায় না।
![]() |
Realme 6 |
Hardware & Performance
Hardware হিসেবে থাকছে MediaTek Helio G90T Chipset. য়া বেশ ভালো Performance দিবে। Xiaomi Redmi Note 8 Pro ফোনেও এই একই Chipset ছিল। কিন্তু Note 8 Pro ফোনে Game খেললে দেখা যেতো অনেক গরম হয়ে যেতো ফোনটি। Realme 6 ফোনেও শুরুতে এই Hitting Problem থাকলেও Realme একটা Update দিয়ে এই সমস্যার অনেকটাই সমাধান করেছে। Gaming Performance অনেক ভালো। তবে PUBG খেলতে হালকা Frame Drop দেখতে পারবেন যেটা কিনা Resolation কমিয়ে খেললেই আর দেখতে পারবেন না৷ যাই হোক Overall Performance বেশ ভালো।
Samsung Galaxy Note 20 Ultra First Impressions
Camera Specifications
Realme 6 দিচ্ছে Quad Camera Setup. যার Primary Camera হলো 64 Megapixel Samsung Gw1 Sensor. এর পরেই থাকছে৷ 8 Megapixel Ultra Wide-angle Lens. 2 Megapixel Black & White Depth Sensor and 2 Megapixel এর Macro Shooter.
![]() |
Realme 6 Full Phone Specifications |
যদিও 64 Megapixel Cameea থাকছে তবুও By Default Picture তুলতে পারবেন 16 megapixel এ। দিনের বেলায় বেশ ভালোই ছবি পাওয়া যাবে। Color and Contrast Level অনেক ভালো। অনেক সুন্দর ছবি তোলা যায়। বলতে গেলে Ready To Upload ছবি পাবেন। ছবি তুলেই Social Media Site গুলোতে Direct Upload করা যাবে কোনো Editing ছাড়াই। এর Ultra Wide Camera বেশ ভালো। Contrast Level বেশি Improve.
4k 30fbs Video Record করতে পারবেন সাথে থাকছে Stabilization Mode. রাতের বেলায় অতোটা ভালো ছবি পাবেন না। তবে Night Mode Use করে মোটামুটি ছবি পাবেন থাকছে 1080p 120fbs Slowmo and 720 p 240 fbs.
Front Camera হিসেবে থাকছে 16 megapixel এর Camera aperture 2.0. যার থেকে অনেক সুন্দর ছবি পাবেন। থাকছে Face Smoothening Efect.
Conclusions
Overall সব মিলিয়ে ভালোই আছে Realme 6. দাম হিসেবে ভালোই বলা যায়। 23000 হাজার টাকায় পেয়ে যাবেন বাংলাদেশে Realme 6 Officially. এর Camera Hardware Performance বেশ ভালো হলেও Display Briteness নিয়ে একটু সমস্যায় পড়তে হবে Sunlight এ। এছাড়া এর দাম হিসেবে সব ঠিকঠাকই লেগেছে আমার।
0 Comments