Samsung Galaxy Note 20 ultra
Samsung কয়েক দিন আগেই Launch করেছে তাদের Note Series এর নতুন ফোন Samsung galaxy Note 20 ultra. Hardware Camera Performance সব মিলিয়ে বলা যায় আসলেই এটা Note Series এর ফোনগুলোর King. Samsung Galaxy Note 20 Ultra ফোনের First Impressions Article এটা। কি কি পাবেন Note 20 Ultra Phone তা নিয়ে এই Article এ বলব। আর খুব তারাতাড়ি আসবে Note 20 Ultra ফোনের Full Review Artcle.
![]() |
Samsung Galaxy Note 20 ultra first impressions |
Build Quality
This Thing is Beauty. হাতে নিলেই পাবেন Premium Feel. Build Quality অসাধারণ। কোনো বাজে মন্তব্য করার সুযোগ দেয়নি Samsung Galaxy Note 20 Ultra. 208 gm ওজন, তবুও হাতে নিলে তেমন মনে হবে না। Green, Brown and Gray এই তিনটি Color এ পেয়ে যাবেন Note 20. যার মধ্যে Brown Color is Just Assume. Build Quality and Color Combination সব মিলিয়ে Note 20 Ultra is Best Choice. Note 20 Ultra পাবেন Brown and Black Color. এই দুটি color এ। পেছনে থাকছে Mat Glass and Corning Gorilla Glass Cactus Protection. Note 20 ফোনে থাকছে Plastic Body.
ফোনে থাকছে অনেক সুন্দর Camera Housing. আমার অনেক ভালো লেগেছে এর Camera Setup. তবে সমস্যাও আছে Camera বেশ একটু উচু যার ফলে টেবিলে রাখলে সমানভাবে থাকবে না। Back Cover ব্যবহার করলে এই সমস্যাটা হবে না।
Display Quality
থাকছে Dynamic Amoled 2x Pannel. Quad HD resolution HDR Upto 1500.থাকছে 120 Hz Refresh Rate.আর সবথেকে ভালো ব্যাপার ফোন নিজেই Decide করে কোন সময় কোন Refresh Rate enable থাকবে। Display কিছুটা Curved. আমার Curved Display টাই বেশি ভালো লাগে।থাকছে Punch Hole Camera.দিনদিন ছোট হচ্ছে Note Series এর ফোনের Camera গুলো। Display Briteness and Contrast Level সব Perfect ছিল। Complain করার কোনো সুযোগ নেই
Camera Spaces
12 Megapixel Ultra wide Angle Camera পাবেন Samsung Galaxy Note 20 Ultra ফোনে। 12 Megapixels এর Periscope Sensor টা 5 Megapixel Optical Zoom করে, এবং সর্বোচ্চ 50x Digital Zoom করে। যদিও দেওয়া আছে 100x Zoom. তবে 20x Zoom পযর্ন্ত ভালো ফল পাবেন তার বেশি করলে ভালে ফল পাবেন না।
থাকছে 8k video Recoding (24 fbs).Front And Back Camera একই সাথে 4k Video Clip stwich করতে পারবেন.
থাকছে নিজের পছন্দ মতো Audio Choice করার সুযোগ। সামনের Audio চান নাকি আশেপাশের Audio সেটা নিজেই Selected করতে পারবেন। এটা নিয়ে Full Review এ বিস্তারিত আলোচনা করব।
Hardware & Performance
S Pen থাকছে হাতের বামপাশে। যদিও Note Series এর সব ফোনে হাতের ডানপাশে ছিল। থাকছে US Verson snapdragon 865 Chipset দেওয়া আছে। তবে Asia Verson এ Exynos 990 পেয়ে যাবেন। বাংলাদেশে শুধু এর একটি Variant. পাওয়া যাবে 12GB lpddr 5 ram এবং 256 GB Storage. International Variant এ থাকছে 512GB Storage. Samsung Galaxy Note 20 Ultra ফোনে থাকছে Hybrid Sim Tray. যেখানে দুটি Sim একটি Micro SD Card Use করা Website.
4500 Mah Battery পেয়ে যাবে Note 20 Ultra তে।
পেয়ে যাবেন 50watt এর Wireless Charging. Performance নিয়ে বিস্তারিত আলোচনা করব Full Review এ।
Conclusions
এই ছিল Samsung Galaxy Note 20 Ultra ফোনের First Impressions. Overall Performance বেশ ভালো ছিল। Build Quality নিয়ে কোনো Complain করার সুযোগ নেই। বাংলাদেশের বাজারে শুধুমাত্র Samsung Galaxy Note 20 পাবেন 1,00,000-1 টাকায় এবং Note 20 Ultra পাবেন 1,35,000-1 টাকায়। Premium Look Build Quality Flagship Chipset সব মিলিয়ে বলা যায় Note Series এর Best Phone হলো Samsung Galaxy Note 20 Ultra. Note 20 Ultra এর Camera, Hardware Performance সব নিয়ে খুব তারাতাড়ি আসবে Full Review So make sure you submit your Email address on our Website
0 Comments