Tecno Pouvoir 4
Tecno সবসময় তাদের ফোনগুলোকে বাজেটের মধ্যে আরো ভালো কিছু দিতে চেষ্টা করে যাচ্ছে। Tecno এর সব ফোন Budget Friendly. কম বাজেটের মধ্যে Tecno এর নতুন আরেকটি ফোন Tecno Pouvoir 4. মাত্র 12 হাজার টাকায় পেয়ে যাবেন এই ফোন বাংলাদেশে Officially.
![]() |
Tecno Pouvoir 4 Full Phone Specifications |
Box এর মধ্যে পেয়ে যাবেন Tecno Pouvoir 4 তারপর থাকছে একটা Back-Cover, User Manual Guide, 10 watt এর Charging Adapter and USB Cable. আরো পেয়ে যাবেন একটি সুন্দর 3.5mm Headphone Jack. প্রয়োজনীয় সব কিছুই পেয়ে যাবেন Box এ।
Build Quality
Build Quality দেখে একদম মনে হবে না যে এটা একটা Anti Level ফোন। Build Quality দেখে সবাই চমকে যাবেই। অনেক সুন্দর Design দিয়েছে Tecno তাদের Pouvoir 4 ফোনকে । দুটি Color এ পেয়ে যাবেন Tecno Pouvoir 4. Fully Plastic Build and Glossy হওয়ায় বাজেট Device Fell পাবেন। Pouvoir 4 এর Branding, Design, Texture, camera finishing সব মিলিয়ে একটা Premium Fell মনে হবে। এক কথায় পুরাই অসাধারণ ফোন।
Power and Volume Button এর Placement ঠিকঠাক লেগেছে। সাথে থাকছে Deticated Google Assistant Button থাকছে এই ফোনে।
Bottom Section এ থাকছে Speaker, Microphone, USB Charging Port, and Headphone Jack Port.
Display Specifications
7 inch এর Big Display Panel থাকছে Pouvoir 4 ফোনে। পেয়ে যাবেন Dot Notch Display. যার Resolution 720*1640 pixels. সাথে পেয়ে যাবেন Dual Speaker. Media Content Watching এ পাবেন অসাধারণ Experience. Detiled এর ঘাটতি রয়েছে তবে অন্যান্য Features এর জন্য মেনে নেওয়া যায়।
Display এর উপরের দিকে থাকছে Selfie Camera Dual With Led Flash. Dual Flash এর একটি আবার Notification Light হিসেবে কাজ করবে। Display Protection এর ব্যাপারে কোনে তথ্য পাইনি তাই খুব সাবধানে চালাতে হবে। Tecno Pouvoir 4 এর সবথেকে ভালো ব্যাপার এর Big 7 inch Display এর জন্য যারা Movie দেখতে পছন্দ করেন তারা বেশ ভালো একটা Experiences পাবেন, সাথে Dual Speaker এর Combinations পুরাই অসাধারণ।
Hardware & Performance
Tecno Pouvoir 4 ফোনে থাকছে MediaTek A22 Chipset. 2.0 GHz Octa Core Processor. সাথে থাকছে PowerVR এর GPU. একদম Antilevel এর Performance. 3GB ram এবং 32 GB rom পেয়ে যাবেন Tecno Pouvoir 4 ফোনে। যারা Game খেলতে পছন্দ করেন তাদের এই ফোন Suggest করব না আমি। একেবারেই যে Gaming করা যাবে না এমন না, 2D Game গুলো ভালোভাবেই খেলতে পারবেন।
PUBG, Call of Duty, aspahat এই সব Games খেলতে চাইলে Tecno এর অন্যান্য ফোনগুলো Suggest করব। PUBG খেলতে পারবেন তবে Lakeness এর সাথে FrameDrop ও দেখতে পারবেন। তবে যদি Free Fire Lover হয়ে থাকেন তাহলে কোনো সমস্যাই নেই। Free-Fire অনায়াসেই খেলতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। Hitting Issu পাবেন না এই ফোনে। পেয়ে যাবেন Dark Mode, Super Screenshot, Apps ড্রয়ার এর মতো দারুণ কিছু Features.
Security Section
Security Section এ পেয়ে যাবেন Fingerprint and Face Unlock System. Fingerprint Sensor ভালোই Fast. Unlock Speed ভালোই ছিল। Software Based Face Unlock System বেশি ভালো ছিল না। Low Light এ বেশ ভালোই সময় নেয় Unlock হতে। Fingerprint Sensor ব্যবহার করার পরামর্শ থাকবে।
Battery Backup
6000Mah এর Big Battery পেয়ে যাবেন Tecno Pouvoir 4 ফোনে। এই বাজেটে 6000Mah এর Battety সত্যি অসাধারণ ব্যাপার। Minimum 12/13 Hours Screen Ontime পেয়ে যাবেন Tecno Pouvoir 4 এ। অনায়াসেই 2 দিন চলবে এই ফোন। Heavy Users এর জন্য এটা একটা ভালো Opportunity. Box এ থাকা 10 watt এর Charger দিয়ে এই ফোন Full Charge হতে 3 ঘন্টা 40 মিনিট সময় লাগে।
Camera Quality
Pouvoir 4 এ থাকছে Quad Camera Setup. Camera Quality খুব ভালো না তবে Average বলা যায়। পেয়ে যাবেন 13 Megapixels এর Main Shooter, 2 Megapixels এর Depth Sensor. এছাড়াও রয়েছে 2 Megapixels এর Macro Shooter and 2 Megapixels এর Ai Sensor.
Camera Ui বেশ Easy. বেশ কিছু Basic Features পেয়ে যাবেন Camera Section এ। বেশ ভালোই ছবি পাবেন Tecno Pouvoir 4 ফোনে। Dynamic Renge খুব একটা ভালো না। Ready To Use ছবি পেয়ে যাবেন । Macro and Ai Shoots বেশ ভালোই ছিল।
সামনে থাকছে 8 Megapixels এর Selfie Camera With Dual Led Flash. Low Light এ বেশি ভালো ছবি পাবেন না। তবে Flash ব্যবহার করে Light Source একটু বাড়াতে পারবেন। Day Light এ ভালোই ছবি পাবেন। কিছু Steaker সহ Basic কিছু Mode পেয়ে যাবেন Pouvoir 4 এর Camera Section এ । সব মিলিয়ে Camera Result Average বলা যায়।
Conclutions
সব মিলিয়ে এর Negative and Positive দিকগুলো নিয়ে কথা বলব। Negative দিকগুলো হলো, Display Ppi কম হওয়ায় আমার কিছুটা খারাপ লেগেছে। এছাড়াও রয়েছে Antilevel এর Hardware. Hardware Section এ আরও ভালো করতে পারত। আর সবথেকে খারাপ লেগেছে Quad Camera Setup থাকা সত্বেও থাকছে না Ultra Wide Angle Lens. এছাড়া আর Negative কিছু বলার নেই। Posive ব্যাপার হলো Tecno Pouvoir 4 এর Big Display. যার ফলে Content Watching এ ভালো একটা Experience পাবেন। এছাড়াও থাকছে 6000Mah এর Big Battery যা 12 হাজার এর ফোনে সত্যি ভাবা যায় না। সাথে থাকছে Dual Speaker Sound System . সব মিলিয়ে বেশ ভালোই ছিল Tecno Pouvoir 4.
0 Comments