Walton Primo H9
একটূ ভালো ফোন কিনতে হলে আমাদের বেশ ভালোই টাকা দরকার হয়। তবে অনেক Company আছে যারা অনেক ভালো কিছু দিচ্ছে কম বাজেটে। Under 10k এর মধ্যে অনেক ভালো কিছু দিচ্ছে Walton Primo H9. Dual 4G Support এর সাথে দেশের বসজারে পেয়ে যাবেন মাত্র 8699 টাকায়। কম দামে ভালে কিছু দেওয়ার চেষ্টা করে যাচ্ছে Walton. দেশের ফোন Comoany বলে কথা, দেখা যাক কি কি থাকছে এই ফোনে।
![]() |
Walton Primo H9 Full Phone Specifications |
Build Quality
Plastic Build Phone হলো Walton Primo H9. হাতে নিতেও বেশ সুবিধা। একহাতেও ভালোভাবে ব্যবহার করা যায়। চারটি Color এ পেয়ে যাবেন Walton Primo H9. Aurora Green, Cyan Blue, Purple, Chamelleon. Backpart টি Removable. এই বাজেটের ফোনে এটা স্বভাবিক। ভিতরে রয়েছে দুইটি Sim Card Slot এবং একটি Micro SD Card Slot. সামনে থাকথে Display Pannel.ফোনের উপরে রয়েছে Headphone Jack. ফোনের নিচে থাকছে Microphone and USB Charging Port.
ডানপাশে থাকছে Volume Rockers and Power Button. বামপাশে থাকছে ফাকা। সব মিলিয়ে আমার কাছে এর Build Quality ভালোই লেগেছে। তবে ওজন একটু বেশি হলে Premium Fell পাওয়া যেতো। Back এ দাগ লাগার সম্ভাবনা আছে। তাই আপনাকে TPU ব্যবহার করতে হবে। ভয় পাইয়েন না আপনারা TPU কিনতে হবে না Box এ পেয়ে যাবেন।
![]() |
Walton Primo H9 Full Phone Specifications |
Display Quality
Walton Primo H9 এ থাকছে 6.1 inch IPS display Pannel যার Resolation HD+ 1560*720 Pixels. Display Ratio 19:9. এছাড়াও রয়েছে 2.5D Curved Glass. আমার Personally Curved Glass ভালো লাগে। একটা Premium Fell হয়। এখন যদি বলি Display Pannel কেমন লেগেছে তাহলে বলব মোটামুটি। বাজেট হিসেবে ভালোই বলা যায়। Touch Quality খুব ভালো তো না তবে চালিয়ে নেওয়ার মতো। Box এ আরো পেয়ে যাবেন Gorilla Glass Protection. Color and Contrast Level ঠিকঠাক ছিল বাজেট হিসেবে।
![]() |
Walton Primo H9 Display Specifications |
Hardware & Performance
Walton Primo H9 ফোনে Hardware Section এ পেয়ে যাবেন Unisoc SC9863 Chipset. 1.6 GHz Octa-Core Possessor. PowerVR GE8322.
একদম Anti level এর Chipset দিয়েছে। আরেকটু ভালো Chopset আশা করছিলাম। Day To Day ভালোভাবে Use করা গেলেও বেশি চাপ পড়লে হালকা Performance এ ব্যবধান দেখা যায়। যেটা স্বাভাবিক ব্যাপার এই বাজেটের ফোনে। পরামর্শ থাকবে Lite Apps গুলো Use করার। তাহলে ভালো একটা Performance পাবেন।
ফোনে থাকছে 3 GB ram and 32 GB Storage. এতে PUBG Lite ভালোভাবে খেলতে পারবেন। Low Settings এ বেশ ভালোভাবে খেলা যায়। কোনো সমস্যা হয় না। Normal Game গুলোও ভালোভাবে চলবে। তবে PUBG Mobile এ দেখা মিলবে FrameDrop and Lake এর। যেটা বাজেট হিসেবে বড় কোনো সমস্যা না। Android 9 Pie Run করছে Walton Primo H9 ফোনে।
![]() |
Walton Primo H9 Full Phone Specifications |
Security Systems
Security Section এ থাকছে Fingerprint and Face Unlock. Fingerprint Srnsor টা মোটামুটি Fast. ব্যাবহার করার মতো, তবে মাঝে মাঝে একটু বেশি সময় নিয়ে নেয়। Face Unlock হলো Software Based. যেটা নামেই শুধু Face Unlock. বাস্তবে একদম ব্যবহার যোগ্য না। অনেক সময় নিয়ে নেয় Unlock হতে। Low Light এ তো Unlock হতেই চায়না। পরামর্শ থাকবে Fingerprint Use করার।
Battery Backup
Walton Primo H9 এ থাকছে 3500 MAH এর Battery. যা বেশ ভালোই Backup দিবে। সারাদিন ব্যবহার কারার পরও 20% + Charge ছিল Battery তে। 7 Hours + Screen Ontime পেয়ে যাবেন। Box এ থাকা Charger দিয়ে Charge হতে সনয় লাগে প্রায় 2 Hours.
Camera Specifications
Walton Primo H9 দিচ্ছে Dual Camera Setup.যার Primary Camera 13 Megapixel. সাথে থাকছে 2 Megapixel Depth Sensor. সামনে থাকছে 8 Megapixel Camera. এর 13 Megapixels Camera দিয়ে বেশ ভালোই ছবি পাবেন। দিনের ছবি নিয়ে কোনো চিন্তা করতে হবে না তবে রাতের ছবি বেশি ভালো পাবেন না। Sutter Speed অনেকটাই কমে যায় রাতে। Selfie Camera দিয়ে ভালোই ছবি পাবেন। বাজেট হিসেবে Camera ঠিকি ছিল। এই বাজেটে এর থেকে বেশি কিছু আশা না করাই ভালো।
Conclusions
সবমিলিয়ে 8699 টাকায় বেশ ভালোই Package এটা। যদি আপনি Facebook, Youtube, Call Recived এই জরেন সারাদিন তাহলে এই ফোনটা নিতে পারেন। আর যদি Heavy Users হন Games নিয়ে পরে থাকেন সারাদিন তাহলে এই ফোন আপনার জন্য না। কেনা না কেনা আপনার উপর আমার কাজ শুধু বলা। Camera, Battery, Hardware Performance সব মিলিয়ে বেশ ভালো বলা যায় Walton Primo H9 ফোনকে। If You Enjoy This Review Then share It and also Visit our Another Review Articles.
0 Comments