Walton Primo HM5
2020 এ অনেক Company Under 10k তে অনেক ভালো ভালো ফোন নিয়ে আসছে। যে ফোনগুলো কম দামে অনেক ভালো ভালো Features দিচ্ছে।তেমনি একটা ফোন Walton Primo HM5. কম দামে দিচ্ছে অনেক ভালে কিছু। বাংলাদেশের বাজারে মাত্র 8599 টাকায় পয়ে যাবেন Walton Primo HM5.
![]() |
Walton Primo HM5 Specifications |
Build Quality
তিনটি Color এ পেয়ে যাবেন Walton primo HM5. Plastic Build Back part Glossy Finish.
পেছেনে থাকছে Logo, Camera Setup, and Fingerprint Sensor. Fingerprint Sensor Speed এর দাম বিবেচনা করলে বেশ ভালোই ছিল। Overall Good Locking Phone But Not So Premium.
Walton Primo HM5 এর ডানপাশে থাকছে Volume Rocker and Power Button. বামপাশে থাকছে Triple Card Slot. যেখানে দুটি Sim এর পাশাপাশি একটি Memory Card Use করতে পারবেন। উপরে থাকছে শুধু 3.5 nm Headphone Jack Port. নিচে থাকে USB Charging port, Speaker Grill and Microphone. Call Quality বেশ ভালো । Sound Quality দাম হিসেবে অনেক ভালো পেয়ে যাবেন।
Also Read: Xiaomi Redmi 9 Full Phone Specifications
Display Specifications
Display হিসেবে থাকছে 6.1 inch U Notch Display. য়ার Screen To Body Ratio 19:9. HD+ 1560*720 Pixels. 6.1 inch হওয়ায় অনায়াসেই এক হাতে চালাতে পারবেন। তবে Sunlight এ Full Briteness ছাড়া চালাতে পারবেন না। Color and Contrast Level ভালোই আছে। দাম হিসেবে ভালোই Package বলা যায় Walton Primo HM5 ফোনকে।
Hardware & Performance
Walton Primo HM5 এ থাকছে MediaTek Helio A20 Chipset. Anti level এর Chipset. Day To Day Use এ তেমন সমস্যা হবে না। 3/64 GB Combination Just Wow. 3GB Ram এর সাথে 64GB Storage কোনো Company দিতেই চায়না এই বাজেটে । এটা একটা Plus Point Walton Primo HM5 এর । 3 GB ram হওয়ার জন্য Gaming নিয়ে বেশি সমস্যায় পড়তে হবে না। 2D Game গুলো অনায়াসেই খেলা যাবে। Free Fire ভালোভাবে খেলা গেলেও Frame Drop দেখা যাবে PUBG খেলতে। এটা মোটেও কোনো Gaming ফোন না। Android 10 Run করছে Walton Primo HM5 এ।
থাকছে 4900 Mah এর Big Battery. Box এ থাকছে 10 watt এর Fast Charger. যা দিয়ে ফোনটাকে Full Charge করতে সময় লাগবে প্রায় 3 Hours. যেটা অনেক Slow তবে দাম বিবেচনা করলে ঠিকঠাক আছে। 8/9 Hours পেয়ে যাবেন Scren Ontime. যেটা একটা ভালো ব্যাপার Heavy Users এর জন্য।
Camera Quality
Camera হিসেবে থাকছে 13 Megapixel এর Camera, Sony Sensor. কোন Sensor তা Clear করে বলা নেই। Color and Contrast Level ভালোই আছে। দিনের বেলায় অনেক সুন্দর ছবি তোলা যায় । দাম হিসেবে দিনের বেলায় বেশ ভালো ছবি পাবেন। তবে সমস্যায় পরবেন রাতের বেলায়। অন্য সব ফোন এর মতো এটাতে রাতের বেলায় বেশি ভালো ছবি পাবেন না। থাকছে 8 Megapixel Selfie Camera (f/2.0) যা দিয়ে বেশ ভালোই ছবি পাবেন।
Conclusions
সব মিলিয়ে কম বাজেটে আমি বেশ ভালোই বলব Walton Primo HM5 ফোনকে । Camera, Storage, Ram Hardware Performance সবমিলিয়ে বেশ ভালো বলা যায়। যাদের বাজেট কম তারা এই ফোন নিতে পারেন কোনো চিন্তা ছাড়াই। আমার খুব ভালো লেগেছে এর 3GB Ram এর সাথে 64 GB Storage, যা এই দামে কেউ দিচ্ছে না। 8599 টাকায় বেশ ভালো Package Walton Primo HM5 .
0 Comments