Walton primo N4
কম বাজেটে একটা ভালো ফোন কেনা সবার এই আশাই থাকে। সবাই এমন একটা ফোন চায় যা, বাজেটের মধ্যে অনেক ভালো কিছু Offer করে। দেশের বাজারে এখন অনেক ফোন আছে যা কম বাজেটে অনেক ভালো কিছু দিচ্ছে। এমনি একটা ফোন Walton Primo N4. 3/32 GB and 4/64 GB দুটি Variant এ পেয়ে যাবেন Walton Primo N4.![]() |
Walton primo N4 Price, Features & Specifications |
Box খুললেই পেয়ে যাবেন Walton Primo N4. Box এ আরো পেয়ে যাবেন Transparent Silicon Back Cover and Glass Protector. 3.5 mm Headphone Jack. User Manual Guide, Papers, Charging Dock, and USB Cable.
Build Quality
দুটি Color এ পেয়ে যাবেন Walton Primo N4. Sea Green and Rainbow Black. Back Part এ থাকছে Fingerprint Sensor. যার Accuracy মোটামুটি Decent.সামনে থাকছে Display VShape Notch and Airpush. Walton Primo N4 ফোনে উপরে রয়েছে 3.5mm Headphone Jack Port. ডানপাশে থাকছে Volume and Power Button. বামপাশে থাকছে Triple Card slot. যেখানে দুটি Sim এর পাশাপাশি একটি Micro SD card Use করতে পারবেন। আর ফোনের নিচে থাকছে Micro USB 2.0 Charging Port, Speaker, and Microphone.
Device টা হাতে নিলে Comfortable Fell হয়। ওজন ঠিকঠাক লেগেছে Walton Primo N4 ফোনের। মাত্র 144gm ওজন। সবমিলিয়ে Design এর দিক থেকে Decent একটা ফোন।
Display Specifications
Walton 6.5 inch Incel Ips Panel যার Resolution HD+ (1600*720) Pixel. Screen To Body Ratio 19:9 ( 2.5D Glass). দাম হিসেবে ঠিকঠাক লেগেছে। আর এখন সবাই বড় Display ফোন পছন্দ করে। Color and Contrast level ঠিকঠাক ছিল। Ips Panel তাই Color angle ঠিকঠাক লেগেছে। Content Watching Experience দারুণ ছিল।Hardware & Performance
Walton Primo N4 ফোনে পাচ্ছেন Helio P3(6763) Chipset. ( 2.5 Ghz) Octa Core Processor. Single Core এ 160 and Multi Core এ 751 Score করেছে। এই Score বাজেট হিসেবে Average বলব। টুকটাক কাজগুলো ঠিকভাবে করা গেলেও Heavy Task এর সময় কিছুটা সমস্যায় পড়তে হবে। 2D Game গুলো ভালোভাবেই চলছিলো। Free Fire খেলতে কোনো সনস্যা হবে না। তবে heavy game খেলতে একটু সমস্যায় পড়তে হবে। PUBG খেলতে টুকটাক Lakeness and FrameDrop দেখতে পারবেন। এই বাজেটে এটা কোনো সমস্যায় না।
থাকছে Fingerprint Sensor যা মোটামুটি Fast. বাজেট হিসেবে ঠিকঠাক আছে। এই বাজেটে খুব খারাপ তা বলব না। এছাড়াও রয়েছে Software Based Face Unlock. যা চলার মতো। ভালো আলো পেলে Unlock তাড়াতাড়ি হয়ে যায়, তবে Low Light এ একদম ব্যবহার যোগ্য না Face Unlock. অনেক সময় নিয়ে নেয় Unlock হতে ৷ পরামর্শ থাকবে Fingerprint Use করার।
Battery Performance
Walton Primo N4 ফোনে থাকছে 4000Mah Big Battery. যা বেশ ভালো Backup দিবে। অনায়াসেই চলে যাবে 1 দিন। তবে 20% এর নিচে গেলেই এর Charge Percentence একটু তারাতাড়ি যাচ্ছিল। Screen Ontime পেয়ে যাবেন 6/7 Hours. Box এ থাকা Charger দিয়ে Full Charge হতে 2 ঘন্টা 30 মিনিট সময় লাগে।Camera Specifications
Triple Camera Setup থাকছে Walton Primo N4 ফোনে। 16 Megapixels এর Main Camera. 8 Megapixels এর Ultra Wide Angle Lens and 2 Megapixels Depth Sensor.ভালো আলোতে ভালো ছবি পাচ্ছিলাম। মোটামুটি Dynamic Range. Overall Detils এর কিছুটা ঘাটতি দেখতে পারবেন। দিনের আলোতে ব্যবহার যোগ্য ছবি পাবেন। তবে Low Light এ খুব ভালো ছবি পাবেন না। Shapness এর ঘাটতি এবং Noise দেখা যায় ছবিতে। বাজেট হিসেবে ঠিকঠাক আছে এর Camera.
সামনে থাকছে 13 Megapixels এর Selfie Camera যার Aperture (f/2.2) Front Potrate ছবি ভালো পাবেন। Back Camera এর তোলা ছবির থেকে Front Camera এর তোলা ছবির Quality বেশি ভালো ছিল। ভালো আলোতে অনেক সুন্দর ছবি পাবেন।
0 Comments