Realme x3
Realme x Line Up এর সব ফোন থেকে আমরা এটা বুঝতেই পেরেছি X Line Up এর সব ফোন Mid Bugget Renge এর। এমনি Mid Budge ফোন Realme X3. 8/128GB Variant পাওয়া যাবে বাংলাদেশে Unofficially. Box এ থাকছে User Mannual, Silicon Transparent Cover, Realme X3, Charger Adapter and type C Cable. Mid Budget Renge এর মধ্যে কেমন ফোন হবে Realme X3 তা নিয়েই বিস্তারিত আলোচনা করব এই Article এ।
![]() |
Realme X3 Full Phone Specifications |
Build Quality
Realme X series এর সবগুলো ফোন দেখতে প্রায় এক রকম। দুটি Color এ পাওয়া যাবে ফোনটি। Glass Body পেয়ে যাবেন Realme X3 ফোনে। ডানপাশে থাকতে Power Button. মজার ব্যাপার Fingerprint Sensor Power Button এ include করা। বামপাশে থাকছে শুধু Volume Rockers . Realme X3 তে দুটি Sim Use করতে পারবেন। তবে থাকছে না কোনো Micro SD Card Slot. যেটা আমার মোটেও ভালো নি। তারা চাইলেই Triple Card Slot ব্যবহার করতে পারবে।
নিচে থাকছে Type C Charging Port, Speaker, Microphone থাকছে না 3.5 mm Headphone Jack. পেছনে রয়েছে Realme X3 এর Quad Camera Setup. BackPart Glass Body হলেও থাকছে না কোনো Protection. চাইলেই Corning Gorilla Glass 3 বা 4 এর Protection দিতে পারত।যাই হোক এটা তাদের Personal ব্যাপার।
Display Quality
Realme X3 ফোনে Display হিসেবে থাকছে 6.6-inch Dual Puch Hole Display. 120 Hz Ultra Smooth IPS LCD Panel. যদিও আগের সব ফোনেই ছিল Super Amoled Display Pannel. X3 এর Resolution 2400*1080p Full HD+. Realme X3 এর Screen to body ratio 90.5℅. থাকছে Corning Gorilla Glass 5 Protection.
Color and Contrast Level ঠিকঠাক লেগেছে। তবে Bule Color এর Object হালকা ফ্যাকাশে লেগেছে। এর দাম বিবেচনা করলে আরো ভালো আশা করা যায়। Sunlight এ Display Content দেখা নিয়ে তেমন সমস্যা হবে না। Full Customize Ui আছে। Dual Punch Hole Display Pannel টা আরো ভালো করতে পারত। Display Chin Bazzel অরেকটু ছোট হলে অনেক ভালো হতো।
Hardware & Performance
Chipset হিসেবে থাকছে Snapdragon 855+ Flagship Chipset. 6/18GB Variant পেয়ে যাবেন বাংলাদেশে। Overall Performance বেশ ভালো ছিল তবে সমস্যায় পড়তে হবে Gaming এ ভালো Chipset হওয়ার পরেও Gaming এ পড়তে হবে সমস্যায়। PUBG তে বেশ ভালোই FrameDrop দেখতে পাবেন। যা একদম খারাপ ব্যাপার। Mid renge এর ফোনে এটা একদম যায়না। High Grapics এর Game গুলো খেলে তেমন Fell পাবেন না। এর দাম বিবেচনা করলে এর Performance অনেকটাই খারাপ ছিল।
PUBG বেশ কিছুসময় একটানা খেললে Lake চোখে পড়বে। Battry 40% এর নিচে গেলেই দেখা যায় Lake তাও New Phone এ. যেটা হওয়ায় কথা না। আশা করি দুই একটা Update এ এই সমস্যা ঠিক হয়ে যাবে। আগেই বলেছি এটার Gaming Performance অনেকটাই খারাপ। এছাড়াও রয়েছে Hitting Issu. 60fbs এ খেলতে পারবেন PUBG.
Customize Ui পেয়ে যাবেন Realme X3 ফোনে। Notification Pannel বেশ গোছানো ছিল। Android 10 Run করছে Realme X3 ফোনে। 4200 Mah এর Battery পেয়ে যাবেন । Screen Ontime পাবেন 6 Hours. Normal Use এ 1 দিন অনায়াসেই চলে যাবে।
Camera Specifications
Camera হিসেবে থাকছে 64 Megapixel Camera . থাকছে 60x Hybrid Zoom. এছাড়াও পেয়ে যাবেন 5x Optical Zoom যা ভালোভাবেই Use করতে পারবেন। থাকছে 8 Megapixel Ultra Wide Angle Camera. 2 Megapixel Macro Lens থাকছে। Picture Quality অনেক ভালোই বলা যায়। Color and Contrast Level ঠিকঠাক ছিল । দিনের বেলায় বেশ ভালো ছবি তুলতে পারবেন এর 64 Megapixel এর Camera দিয়ে। বেশ sharp picture পেয়ে যাবেন। তবে রাতের বেলায় বেশি ভালো ছবি পাবেন না। তবে Night Mode On করে ছবি তুললে কিছুটা ভালো ছবি পাওয়া যায়।
সামনে থাকছে Dual Camera. Main Shooter 16 Megapixel Sony Sensor. সাথে থাকছে 8 Megapixels Ultra Wide Angle Camera. যা দিয়ে ভালো ছবি পাবেন, তবে একেবারেই খুব ভালো যে তা না কিন্তু। আরার বেশি খারাপও না Ready to Use ছবি পেয়ে যাবেন।
Conclusions
Camera, Hardware,Display সব মিলিয়ে এর দামের সাথে মোটোও যায় না Realme x3. Camera and Display ঠিকঠাক থাকলেও এর Gaming Performance ভালো ছিলো না। আমি মোটোও এই ফোন Suggest করব না যদি বাজেট একটু ভালো থাকে তাহলে Redmi k30 নিতে পারেন। বাকি সবকিছু আপনার উপর আপনি কি কিনবেন। বাংলাদেশের বাজারে 6/128 GB Variant 33 হাজার টাকায় এ পেয়ে যাবেন Realme X3 Officially. তবে যদি এই ফোনের দাম 30 হাজার এর নিচে থাকত তাহলে এই ফোন একটা ভালো Option হতো।
0 Comments