Xiaomi Redmi 9
সবসময় ভালো কিছু দিয়ে গ্রাহকদের মন জয়করে নিয়েছে Redmi Series এর ফোনগুলো। Battery, Camera, Hardware সব কিছু মিলে ভালো Performance করে Redmi ফোনগুলো। Redmi এনেছে তাদের নতুন ফোন Xiaomi Redmi 9. তিনটি Color এ পাওয়া যাবে ফোনটি। আর দাম কম তাই কম বাজেটের ক্রেতাদের কাছে Redmi 9 একটা Great Choice হবে।
![]() |
Xiaomi Redmi 9 Full Phone Specifications |
Build Quality
Redmi 9 এর Backpart এ একটা সুন্দর Texttare দেওয়া। হাতে নিয়ে Primium Fell পাবেন। হাতে ধরতেও কোনো সমস্যা হবে না। থাকছে Quad Camera Setup. Fingerprint Sensor টা ঠিক Camera নিচে আছে। Box এ থাকা TPU টা ব্যবহার না করলে Fingerprint Sensor টা খুজে পেতে কিছুটা সমস্যা হবে। Fingerprint Sensor অনেক Fast.
Color Combination Just Wow থাকছে Triple Card Slot. যেখানে দুটি Sim এর পাশাপাশি একটি Memory Card Use করতে পারবেন। নিচে থাকছে Speaker Grill, USB Charging port and 3.5nm Headphone Jack port. উপরে আছে IR Blaster.
Display Quality
Display হিসেবে থাকছে 6.53 inch Ips pannel. Full HD+ Pannel টা অনেক Sharp এবং Contrast Level ঠিকঠাক ছিল। Display Resolution 1080p. যা এই ফোনটাকে আরো৷ Eye Cache করেছে। কারণ এই দামে কেউ দিচ্ছে না 1080p Display Pannel. Touch Response নিয়ে কোনো সমস্যা নেই। Sunlight এ কোনো সমস্যা হয় না Display দেখতে। ভালোভাবে সব দেখা যায়। Dispaly নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না আশা করা যায়।
Hardware & Performance
Chipset হিসেবে থাকছে MediaTek Helio G80 Processor. Cpu থাকছে 12nm Finfet Upto 2Ghz. থাকছে 4 GB ram and 64 GB Storage. যার ফলে Performance নিয়ে কোনো চিন্তা করতে হবে না। 4 GB. Ram হওয়ায় অনায়াসেই করতে পারবেন Multitasking. তবে Redmi 9 এর Ui অনেকটা Slow কাজ করে। Gaming নিয়ে কোনো চিন্তা করতে হবে না । ভালোভাবে খেলা যায় Heavy Game গুলো তবে PUBG তে হালকা Framedrop দেখা যায়। যেটা কিনা রড় কোনো সমস্যা না। Call Quality ছিল বেশ ভালো। কথা বলতে কোনো সমস্যা হবে। Speaker এর Sound বেশ ভালো ছিল দাম হিসেবে। কম বাজেটে একটা ভালো ফোন৷ Redmi 9. এবার চলে আসি এর দামে মাত্র 15 হাজার টাকাতে পেয়ে যাবেন বাংলাদেশে Xiaomi Redmi 9.
থাকছে 5000 Mah Big Battery. সাথে থাকছে 10 watt Fast Charger. যদিও Redmi 9 18watt Charger Suppor করে। এই ব্যাপার একদম ভালো লাগেনি আমার। উচিত ছিল 18watt এর Charger দেওয়া। 5000Mah এর Battery হওয়ায় Battery Backup পাবেন অনেক ভালো। 8 Hours Screen Ontime পাবেন, Youtube,Facebook, Game খেললে। Normal Use এ 2 Day চলে যাবে।
Camera Specifications
Redmi 9 এ থাকছে Quad Camera Setup. যার Main Shooter 13 Megapixel Camera. যার Apperture f/2.2. Ultra wide Angle Camera হিসেবে থাকছে 8 Megapixel এর Shooter. 5 Megapixel Macro Camera and 2 Megapixel Depth Sensor. HDR Mode On করে ছবি তুললে বেশ ভালো ছবি পাবেন। দিনের বেলায় অনেক সুন্দর ছবি পাবেন Redmi 9 এর Quad Camera Setup এর জন্য। Picture Sharpness and Contrast ঠিকঠাক ছিল। Video করতে পারবেন 1080p 30Fbs। তবে থাকছে না কোনো Stabilization Mode. যেটা মোটেও ভালো কাজ করে নি Redmi. আমার Personally অনেক খারাপ লেগেছে এর জন্য। তারা চাইলেই Stabilization দিতে পারত But দেয় নি।
যাই হোক Front Camera হিসেবে থাকছে 8 Megapixel Camera. যার Aperture (f/2.0) খুব ভালো না হলেও Decent ছবি পাবেন। অতটাও খারাপ না এর দাম বিবেচনা করলে ঠিকঠাক আছে বলা যায়।
Conclusions
Value For Money ফোন বলা যায় Xiaomi কে। তারা তাদের সব ফোন দিয়ে সকল User কে Happy করতে পেরেছে। Redmi 9 এর Display, Hardware, Camera Overall Performance অনেক ভালো। সব মিলিয়ে Redmi 9 ফোনকে 15k এর একটি Perfect package বলা যায়। যারা কম টাকায় ভালল ফোন চান তাদের জন্যই Xiaomi Redmi 9.
0 Comments